অক্টোবর ২, ২০২৩, ৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ পরিবারের সদস্যদের সহায়তা সামগ্রী বিতরণ বোনের বিয়ে ভেঙ্গে দেওয়ায় বন্ধুকে খুন, গ্রেপ্তার- ৪ রূপগঞ্জে হত্যা মামলায় আসামি গ্রেফতার ক্ষমতায় না থাকলে বাংলাদেশ অন্ধকারে ফিরে যাবে- প্রধান মন্ত্রী শেখ হাসিনা সংঘবদ্ধ গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার নীলফামারীতে ফেন্সিডিলসহ মা-ছেলে আটক। নারায়ণগঞ্জ বন্দরে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪ চিত্তরঞ্জন টেক্সটাইল পল্লী পরিদর্শন করলেন কুয়েত আর্মড ফোর্সেস এর প্রতিনিধি দল। অতিরিক্ত বিদ্যুৎ বিল, হয়রানির মুখে গ্রাহক স্কুল পরিদর্শনে ইউএনও, তিন শ্রেণীতে ছিলেন না কোন শিক্ষার্থী দেশের চিনির বাজার নিয়ন্ত্রণ করতে সরকারি চিনিকলগুলো চালু রাখা ও উৎপাদন বাড়ানো প্রয়োজন- শিল্পসচিব জাকিয়া সুলতানা। আড়াইহাজারে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ১ আহত তিন জলঢাকা থানায় ৪০০ বোতল ফেনসিডিল সহ দুইজন গ্রেফতার। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত সড়কগুলোত সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে সৈয়দপুরবাসী। কারিকুলাম ডেভেলপমেন্ট অব স্মার্ট পুলিশিং’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করলেন আইজিপি ওসি শাহাদাত হোসেনকে পুরস্কার দিলেন আইজিপি তিনদিন পর সাগর থেকে জিবিত উদ্ধার ২৯ জেলে সাংবাদিক জিহাদ হোসেন এর আজ শুভ জন্মদিন খালেদা জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য ১০ অক্টোবর
সাংবাদিক হত্যার হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন

সাংবাদিক হত্যার হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন

শহর প্রতিদিন: দৈনিক নগর সংবাদ পএিকা অনলাইন নারায়ণগঞ্জ কথা ডটকম সম্পাদক আব্দুল রিয়েল রাজাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জ ঢাকার দৈনিক পএিকা ও অনলাইনের সম্পাদক, সাংবাদিক নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানব বন্দন করেন।

 

জানাযায়,নারায়ণগঞ্জ জেলার চিন্হিত মাদক সম্রাট সোহেল হোসেন ওরফে টনি সোহেলের নামে দৈনিক নগর সংবাদ পএিকা ও দৈনিক ইয়াদ সহ বিভিন্ন পএিকায় সত্য সংবাদ প্রকাশ হওয়ায়, গত ২৩/০৬/২০ইং তারিখে নগর সংবাদ অফিসের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। সম্পাদক রাজা সদর থানায় সাধারন ডায়রি করেন যার নং ৬৬৭ এরপরেও বিভিন্ন সন্রাসী লোক মাধ্যমে হুমকি ধামকি দিচ্ছে।

 

এঘটনা সম্পাদক মহল সাংবাদিক মহল জানতে পেরে আজ ২৭,জুন মানব বন্ধন করেন। মানব বন্ধনে উপস্হিত ছিলেন সাংবাদিক সমাজের নয়নমনি, প্রতিবাদী আপোষহীন কলম সৈনিক ,বাংলাদেশ তথা নারায়ণগঞ্জে মহিলা সাংবাদিক প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন,সাংবাদিকদের বিপদে আপদে নিজ থেকে উদ্ব্যেগ নিয়ে ঝাপিয়ে পড়েন ত্যাগী সাংবাদিক সমাজের শ্রদ্ধার ভাজন- হারুনার রশিদ স্বপন চৌধুরী ,সম্পাদক দৈনিক অগ্রবানী। সাংবাদিকদের সুখ দুঃখের সাথী খোন্দকার মাসুদুর রহমান দীপু ,সম্পাদক দৈনিক অপরাধ রিপোর্ট ,জেলা প্রতিনিধি, জাতীয় দেশ দৈনিক। আরও ছিলেন-ত্যাগী সাংবাদিক জেল জুলুম অত্যাচার মিথ্যা মামলায় বার বার কারা বরন কারী এমদাদুল হক মিলন, সম্পাদক দৈনিক নীর বাংলা।মোঃ দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক ,সাংবাদিক ঐক্য পরিষদ।

সাংবাদিক হত্যার হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন

 

আরও জ্বালা ময়ী বক্তব্য রাখেন কুমুদিনী বাগানে মাদক নির্মূল করতে গিয়ে বার বার মাদক ব্যবসায়ীদের হাতে আহত হন সিনিয়র ফটো সাংবাদিক জামাল তালুকদার। আরও ছিলেন-সৈয়দ আল মামুন সম্পাদক, দৈনিক জনবানী। আঃ মান্নান খান বাদল সহ সভাপতি -বন্দর মডেল প্রেস ক্লাব সিনিয়র রিপোর্টার ,দৈনিক অপরাধ রিপোর্ট উপস্হিত ছিলেন -অনলাইন বাংলার মুখ সম্পাদক নাজমুল হক,বর্তমান খবর এর বার্তা সম্পাদক আল আমিন, বর্তমান খবর এর সম্পাদক ইমরান খান এম.আজাদুল ইসলাম আজম নির্বাহী সম্পাদক , দৈনিক নগর সংবাদ ,কামাল উদ্দিন ,বার্তা সম্পাদক দৈনিক নগর সংবাদ ,মোঃ রাজু খন্দকার প্রকাশক নারায়ণগঞ্জ কথা ডটকম মানব বন্দন পরিচালনা করেন।

 

সাংবাদিক উপস্হিত ছিলেন- মোঃরবিন, কাউসার আহমেদ, সোনালী প্রায় শতাধিক সাংবাদিক বৃন্দ, জুলহাস উদ্দিন, সাধারন সম্পাদক, নাঃগন্জ, সি,এন,জি .অটোরিক্সা চালক ইউনিয়ন রেজিনং-ঢাকা- ৩৫৬১উক্ত মানব বন্ধনে নিজ উদ্ধোগে উপস্হাপনা করেন ।সিনিয়র সাংবাদিক সাংবাদিকদের দুঃসময়ে পাশে দাড়ানো ব্যক্তিত্ব মোঃ শহিদুল্লাহ রাসেল সম্পাদক অনলাইন জাগো নারায়ণগঞ্জ সভাপতি নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার ইউনিটি।

 

এছাড়া নারায়ণগঞ্জ ঢাকার সাংবাদিক বৃন্দ।উপস্থিত হয়ে দৈনিক নগর সংবাদ ,সম্পাদক কে হত্যার হুমকি দাতা মাদক সম্রাট সোহেল ওরফে টনি সোহেল কে গ্রেফতার দাবীতে মানব বন্ধন করেন।এ ব্যাপারে সম্পাদক আব্দুল রিয়েল রাজা বলেন, প্রয়োজনে হাসতে হাসতে মরে যাব তবুও কোন মাদক ব্যবসায়ীদের সাথে আপোষ করবো না উল্লেখ্য পুলিশের বন্ধুক যুদ্ধে নিহত ডাকাত সর্দার মাস্টার দেলুর ক্যাশিয়ার ও কুখ্যাত মাদক সম্রাট সি.আই.ডি মাসুমের সহচর সোহেল ওরফে টনি সোহেল ।মাদকের সাথে টনি সোহেল জড়িত বিগত-২০১২ সন থেকে। ২০১২ সনে ফতুল্লা থানায় বিপুল পরিমান ফেনসিডিল সহ গ্রেফতার হয় মামলা নং ৫৬/১২ইং।

 

এছাড়া ২০১৩সনে ৭৫ পিছ ইয়াবা সহ গ্রেফতার হয় সদর থানায় মামলা নং ৪৪৯/১৩ইং এরপর ২০১৬ সনে ও ২০১৮ ইং সনে বন্দর থানায় দুটি ইয়াবা মামলা রয়েছে ।

 

এছাড়া সম্পতি সিদ্ধিরগঞ্জ থানাধীন হাউজিং এলাকায় প্রবাসী মজিবুর রহমানের বাড়ি জাল দলিলে দখল করতে গেলে টনি সোহেল এলাকাবাসীর প্রভাবে পালিয়ে যায় এছাড়া সন্ত্রাসী বাহিনী নিয়ে বহু নিরীহ মানুষের জমি দখল করে।

 

পরে জিম্মি করে রেজিস্ট্রি করতে বাধ্য করে নিঃস্ব করে ফেলে এভাবেই টোকাই থেকে আজ কোটিপতি টনি সোহেল সম্পূর্ণ সত্য সংবাদ ।নারী নির্যাতনে কম যায়না এই কুখ্যাত সম্রাট সোহেল নারী শিশু নির্যাতন মামলার আসামী ছিল টনি সোহেল। জরুরি গ্রেফতার দাবী করছে ভুক্তভোগীরা।

 

পুলিশের বন্ধুক যুদ্ধে নিহত মাস্টার দেলুর ক্যাশিয়ার টনি সোহেল বাহিনীর দাবীতে ,রিভার্স আব্দুল রিয়েল রাজা কে হত্যার হুমকি দাতা টনি সোহেল বাহিনী কে গ্রেফতার চাই:সম্পাদক তোফাজ্জল হোসেন

সংবাদ টি শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ’বর্তমান খবর'কে জানাতে ই-মেইল করুন- bartomankhobar@gmail.com’ আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।


Bartoman Khobar ads
Bartoman Khobar ads