স্টাফ রিপোর্টার: মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধানের নেতৃত্বে মহামারী করোনা মোকাবিলায় লাশ দাফন ও করোনা রোগীদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য ৬টি মাঠকর্মী টিম তৈরি করা হয়েছে। পিপিই পরিহিত এই ৬টি টিমের কর্মীরা করোনায় আক্রান্ত হয়ে বাসায় থাকা ব্যক্তি এবং মৃতব্যক্তিদের লাশ দাফনে সহযোগিতা করবে।
মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধান বলেন, ‘নারায়ণগঞ্জে করোনার আক্রমন বেশি। আক্রান্ত রোগীর সংখ্যাও বেশি। ঘরে করোনা রোগী আছেন কিন্তু ভয়ে টেস্ট করাতে চাননা এমনও পাওয়া যাবে। আমাদের এই ৬টি টিমের মাঠকর্মীদের কাজ হবে মানুষের ঘরে ঘরে গিয়ে আশ^স্ত করা, এবং বলা আপনারা ডাক্তারের স্মরণাপন্ন হন।
করোনা আক্রান্ত রোগীদের যদি ডাক্তারের কাছে নেয়ার মতো কোন লোক নাও থাকে, তবে এই স্বেচ্ছাসেবী মাঠকর্মীরা তাদের ডাক্তারের কাছে নিয়ে যাবে। সিদ্ধিরগঞ্জ এলাকার ৮নং ওয়ার্ডের মানুষ সাধারণভাবেও যদি মারা যায় তবে মাঠকর্মীরা জানাযা, দাফন-কাফনের ব্যবস্থা করবে। এছাড়া আমরা নিয়মিতভাবে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করছি। পাশাপাশি করোনা সম্পর্কে মানুষকে সচেতনতামূলক প্রচারণাও চলবে।’
Leave a Reply