সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকায় মহাসড়কের পাশে এক মাছের ঘেরে যাত্রীবাহী একটি বাস পড়ে দুজন নিহত হয়েছেন। রোববার (১০ জানুয়ারি) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে এতে আরো আহত হয়েছেন কমপক্ষে ১৫-১৬ জন। যাত্রীবাহি দুটি বাস পরস্পর ওভারটেক করতে গেলে এই
দুর্ঘটনা ঘটে। এই বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের মৃত মাদার মন্ডলের ছেলে রামপদ মন্ডল, অপর নিহতের পরিচয় এখনও জানা যায়নি।
ঘটনাস্থল থেকে স্থানীয়রা জানান- খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস শাকদাহ এলাকায় পৌঁছে পৃথক আরেকটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে ফলে যাত্রীবাহী একটি বাস মহাসড়কের পাশবর্তী মাছের ঘেরে পড়ে যায় এবং অন্যটি দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে যোগাযোগ করলে জানা যায়- হাসপাতালে এখন পর্যন্ত ১২ জনকে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক।
পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান- দুর্ঘটনায় ফলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কমপক্ষে ১৪-১৫ জন। তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ আশেপাশের বাভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালে ভর্তিদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানতে পেরেছি।।
Leave a Reply