ষ্টাফ রিপোর্টঃ
খুলনা বিভাগে সাতক্ষীরা পৌরসভায় মেয়র পদে টানা দ্বিতীয়বারের মতো জয় পেয়েছেন বিএনপি প্রার্থী তাজকিন আহমেদ চিশতি, স্বতন্ত্র প্রার্থী দ্বিতীয় এবং আওয়ামী লীগের প্রার্থী সেখানে হয়েছেন তৃতীয়।
রোববার উল্লেখযোগ্যসংখ্যক ভোটারের উপস্থিতির মধ্য দিয়ে এই নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ভোট নেয়া হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম’র মাধ্যমে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে রিটার্নিং কর্মকর্তা নাজমুল কবীর ভোটের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন।
সাতক্ষীরা পৌরসভায় মোট ৩৭টি কেন্দ্রে ধানের শীষ প্রতীক নিয়ে তাজকিন চিশতি ২৫ হাজার ৮৮ ভোট পেয়ে প্রথম হয়েছেন। নারকেল গাছ প্রতীক নিয়ে দাঁড়ানো স্বতন্ত্র প্রার্থী নাসিম ফারুক খান মিঠু দ্বিতীয় হয়েছেন ১৩ হাজার ২২১ ভোট পেয়ে
এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের নাসেরুল হকের নৌকা প্রতীকে পড়েছে ১৩ হাজার ৫০ ভোট।
জেলা রিটার্নিং অফিসার মো. নাজমুল কবির সংবাদকর্মীদের বলেন- দিনভর শান্তিপূর্ণ নির্বাচন শেষে এ ফলাফল পাওয়া গেছে। এটি বেসরকারি ফলাফল। আগামীতে সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে।
Leave a Reply