সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটিকপোরেশনের সিদ্ধিরগঞ্জ থানাধিন ৮নং ওয়ার্ডের এনায়েত নগরে মিরাজ(১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মিরাজ আইটি স্কুল উত্তরা ফেব্রিক্স গার্মেসের কর্মি ছিল।
মিরাজ অফিসে নাগিয়ে বিকালে তার বন্দু শাকিল(২০) এর বাসায় যায়। শাকিলের বক্তব্য, অফিস থেকে এসে আসরের নামাজ আদায় করতে মসজিদে যায়, এ সময় মিরাজ বন্দু শাকিলের বাসায় ছিল। শাকিল নামাজ আদায় করে বাসায় এসে দেখে মিরাজ অসুস্থ বোধ করছে আর ছট ফট করছে। তখন শাকিল ফোনের মাধ্যমে মিরাজের বাসায় যোগাযোগ করলে মিরাজের মা চলে আসে শাকিলের বাসায় এবং মিরাজকে চৌধুরীবাড়ী ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার মিরাজকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হসপাতালে নিয়ে যেতে বলে।
মিরাজের মা মিরাজকে হসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।
এদিকে সাইফুল নামের এক যুবক ৯৯৯ এ ফোন দিয়ে জানালে ৯৯৯ থেকে মিদ্ধিরগঞ্জ থানায় যোগাযোগ করে। সিদ্ধিরগঞ্জ থানার এস আই গৌতম ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে আসে। সাথে মিরাজের বন্দু শাকিলকে ও ৯৯৯ এ ফোন কারী সাইফুলকে থানায় নিয়ে আসে।
পরবর্তিতে জিজ্ঞাসাবাদ করে সাইফুলকে ছেড়ে দেয়। এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি। তবে লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আর মিরাজের বন্দু শাকিলকে জিজ্ঞাসাবাদের জন্য থানার কাষ্টরিতে রাখা হয়েছে। তখন বাজে রাত্র ১১.৩০মিনিট।
Leave a Reply