সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২৫০ ইয়াবা ট্যাবলেট সহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
২ জুন মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল সাজেদা হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে সেন্টু (৩৫) এবং মামুনকে (৩০) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সেন্টুর বিরুদ্ধে ডাকাতি ও মাদক আইনে ৯টি ও মামুনের বিরুদ্ধে ৪ ডাকাতি মামলা রয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। সেন্টুর বিরুদ্ধে ডাকাতি মামলার সাজাপ্রাপ্তসহ ৪ গ্রেফতারী পরোয়ানা জারি ছিলো বলে জানিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ কামরুল ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হেমায়েত উদ্দিন ও এএসআই হুমায়ুন কবির মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল সাজেদা হাসপাতাল এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয় । গ্রেফতারকৃত সেন্টুর বিরুদ্ধে ডাকাতি ও মাদক আইনে ৯টি ও মামুনের বিরুদ্ধে ৪ ডাকাতি মামলা রয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। সেন্টুর বিরুদ্ধে ডাকাতি মামলার সাজাপ্রাপ্তসহ ৪ গ্রেফতারী পরোয়ানা জারি ছিলো। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply