সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শ্রমিক লীগ নেতা মজিবুর রহমান প্রধানের (৬৫) মৃত্যু হয়েছে। তার বাড়ি সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায়।
বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে নারায়ণগঞ্জে চয় ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় তিনি মারা যান।
নাসিক ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ইস্রাফিল প্রধান জানান,তার লাশ এখনো হাসপাতালে রয়েছে। করোনা পরীক্ষার জন্যে নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পাবার পরই বিস্তারিত জানা যাবে।
Leave a Reply