সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : মঙ্গলবার ২’জুন দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সুমিলপাড়া বিহারী কলোনীতে অভিযান চালিয়ে গাঁজাসহ মোস্তাকে গ্রেফতার করে।
বুধবার ৩’জুন গ্রেফতারকৃত মোস্তাকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক গৌতম তেওয়ারী, সহকারী উপ-পরিদর্শক হেমায়েত উদ্দিন(পিপিএম) ও হুমায়ন কবির সঙ্গীয় ফোর্সসহ থানার সুমিলপাড়া বিহারী কলোনী এলাকায় অভিযান চালায়। উক্ত অভিযানে থানার সুমিলপাড়া বিহারী কলোনী এলাকার গফুর ভান্ডারীর ছেলে মোস্তাক(৩০)কে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে ১’কেজি গাঁজা উদ্ধার করা হয়। বুধবার ৩’জুন গ্রেফতারকৃত মোস্তাকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।
Leave a Reply