ষ্টাফ রিপোর্টঃ
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহায়তায মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সেই হারানো শিশু হামিম (৭) ফিরে গেছে তার মায়ের কোলে। শনিবার (৮ মে) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মশিউর রহমান পিপিএম শিশুটিকে তার মা মিথিলার কাছে বুঝিয়ে দেন।
৭ মে রাত সাড়ে নয়টায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ হারিয়ে যাওয়া ওই শিশুর পরিচয় জানতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পোস্ট দেয়। সেই পোস্টের সূত্র ধরে “বর্তমান খবর” সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে হারিয়ে যাওয়া শিশু হামিমের সংবাদটি প্রকাশ পায়।
উল্লেক্ষ্য যে, শফিউল্লাহ নামের এক গাড়ি চালক শিশুটিকে রাস্তায় এলোমেলো ঘুরতে দেখে নাম-পরিচয় জানতে চায়। পরে বুঝতে পারে শিশুটি হারিয়ে গেছে। শুক্রবার রাতে সে হামিমকে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসে। পরে পুলিশ শিশুটির পরিচয় জানতে চেয়ে ফেইসবুকে একটি বিজ্ঞপ্তি দেয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়- সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্র ধরে শনিবার শিশু হামিমের মা মিথিলা পুলিশকে ফোন দেয়। পরে নিশ্চিত হয়ে সন্ধ্যায় এসে থানা থেকে পুত্র হামিমকে বুঝে নেয়।
শিশু হামিম ফতুল্লা থানার পাগলা এলাকার হাসান রানা-মিথিলা দম্পতির পুত্র। বর্তমানে তারা সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় বসবাস করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply