সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৮ নং ওয়ার্ডের আইল পাড়ায় এম, আই, টি গার্মেন্টস’র সুইং সেকশনের ৫নং লাইনের ওভারলক মেশিনের অপারেটর ময়মনসিংহ জেলার খ্রীষ্টান ধর্ম অনুসারী পিটিশন নেকড়ে । সে দীর্ঘদিন যাবত ঐ গার্মেন্টেস-এর ভিতরে বেশ কিছু কর্মচারি নিয়ে একটি অবৈধ সমিতি করে আসছে। খোজ নিয়ে যানা যায় প্রায় ৩ বছর ধরে এই সমিতির ব্যবসা করে আসছে পিটিশন নেকড়ে ।
ধীরে ধীরে সদস্য বৃদ্ধি পাওয়ায় প্রতি মাসে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা আসতো। এই টাকা সদস্যদের মাঝে শতকরা ৫ টাকা সুদে লোন দিতো। লেনদেন করে হাতে প্রায় ৫ লক্ষ টাকা নগদ ছিলো। তার সহকারী হিসেবে ছিলেন ঐ সুইং সেকশনের আরেক লক মেশিন অপারেটর সুমন। কিন্তু গত বছরের টাকার কোনো প্রকার হিসেব সুমনকে না দেওয়ায় সুমনের সাথে তার হিসেবে বাকি থেকে যায়।
বাকি থাকা ৫ লক্ষ টাকার হিসেব না দিয়ে সুযোগ বুঁজে পিটিশন নেকড়ে পালিয়ে যায়। এতে করে প্রতারনার শিকার হয় অনেক দরিদ্র খেটে খাওয়া শ্রমিক। নিজের জমানো শেষ সম্বল টুকু হারিয়ে নিঃস্ব সমিতি’র সদস্যদের (শ্রমিক) একটাই দাবি প্রশাসন যেনো তাদের পাশে দাড়ায় এবং পিটিশন নেকড়ে নামক ওই প্রতারককে যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিয়ে তাদের পাওনা পরিশোদের ব্যবস্থা করে।
Leave a Reply