ষ্টাফ রিপোর্টঃ
চাঁপাই-নবাবগঞ্জের শিবগঞ্জের আজমতপুর সীমান্তে বুধবার (১২ মে) রাতে অভিযান চালিয়ে দুটি পিস্তল ও পৌনে দুই কেজি হেরোইন জব্দ করেছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা সংবাদ মাধ্যমকে জানান- গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি দল রাত ১২টায় আজমতপুর সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এসময় কয়েকজন চোরাকারবারি সিমান্তে অস্ত্র ও হেরোইন বিনিময় করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সেগুলো ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে দুটি পিস্তল, ১২ রাউন্ড তাজা গুলি, চারটি ম্যাগজিন ও পৌনে দুই কেজি হেরোইন জব্দ করা হয়। তবে চোরাকারবারিদের কাউকে আটক করা যায়নি।
বিজিবি(৫৯) অধিনায়ক আরও জানান- করোনা পরিস্থিতিতে সীমান্তে নজরদারি কমেছে ভেবে চোরাকারবরিরা সুযোগ নেয়ার চেষ্টা করছে। কিন্তু সীমান্তে কড়া নজরদারি করছে বিজিবি। কোন প্রকার ছাড় দেওয়া হবে না।
Leave a Reply