ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে কাভিড-১৯ মোকাবেলায় ২৫ কোটি টাকা সহায়তার ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড। শনিবার ঢাকার সুইস দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়।
সুইস দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, করোনাভাইরাস সংকট মোকাবিলায় কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে সুইজারল্যান্ড বাংলাদেশের পাশে রয়েছে। সুইজারল্যান্ড এই সংকট মোকাবেলায় বাংলাদেশে গৃহীত তাৎক্ষণিক পদক্ষেপে সহায়তার জন্য ২ দশমিক ৮ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বা ২৫ কোটি টাকা প্রদান করবে। এই অর্থ স্থানীয় ও আন্তর্জাতিক সহযোগী সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হবে।
Leave a Reply