তাজুল ইসলাম তাজু
সিলেট প্রতিনিধি:
সিলেট সুনামগঞ্জ জেলার, দোয়ারাবাজার উপজেলার দোয়ারা বাজার সদর ইউনিয়নের বাজিতপুর পান্ডারখাল বাঁধের নিকট হতে বাজিতপুর পূর্ব পাড়ার এলাইচ মিয়ার বাড়ী পর্যন্ত মোট সাত শত মিটার রাস্তা পাকা করনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ২২ আগস্ট শনিবার বিকালে মান্নারগাঁও ইউনিয়নের শ্যামলবাজারে ছাতক আমবাড়ী সুনামগঞ্জ রোডে বাজিতপুর ডেভেলাপমেন্ট ট্রাষ্ট ও গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন- শ্যামলবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ নুর উদ্দিন, সমাজসেবক হাজী মোঃ আব্দুল খালেখ, মোঃ জাহিদ মিয়া, সুয়াইবুর রহমান সফিক, সুহেল আহম্মদ, আল আমিন সিরাজী। সফিক মিয়া। নুর মিয়া। আব্দুল মন্নান, হুসিয়ার আলী, আল আমিন ২ জুবেল মিয়া, মামুন মিয়া। আল আমিন, কর্নেল ওসমানি। ছানিয়াত অনিক, নুর হোসেন, মোহাম্মদ আলী। মাহমুদ। মনির মিয়া। মাসুদ, মানিক মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন- শ্যামলবাজার থেকে বাজিত পুর পৃর্বপাড়া এলাইচ মিয়ার বাড়ী পর্যন্ত মাত্র সাতশত মিটার রাস্তা প্রায় দীর্ঘ ১৮ বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। রাস্তাটি ভাঙতে ভাঙতে এখন খাদে পরিণত হয়েছে। এ রাস্তার করুণ দশার কারণে এলাকার বাসীর ভোগান্তির শেষ নেই। এলাকার মানুষজন চরম ভোগান্তিতে আছেন, তাই দ্রুত রাস্তাটি মেরামত ও পাকা করনের জন্য ছাতক দোয়ারা বাজারের বার বার নির্বাচিত সাংসদ মুহিবুর রহমান মানিকের কাছে জোর দাবি জানিয়ে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply