তাজুল ইসলাম তাজু
সিলেট প্রতিনিধি:
সিলেট সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার হাসপাতাল একটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য পোষ্ট করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।মানুষের স্বাস্থ্যসেবামূলক একটি প্রতিষ্ঠানকে নিয়ে এমন বিভ্রান্তমূলক প্রচারনা দু:খজনক বলে মন্তব্য করেন জেলা স্বাস্থ্য কর্মকর্তা।
সম্প্রতি নাফিসা চৌধুরী নামে একটি অখ্যাত আইডি থেকে ভুল তথ্য উপস্থাপন করে পোষ্ট করা হয়। পরবর্তীতে
অন্য একটি পোর্টালে হুবুহু তা আপলোড কর হয়। যেখানে নিউজের কোন প্রকার সোর্স নেই, সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য নেই, অভিযুক্তদের বক্তব্য নেই। যা কোন সংবাদের ক্যাটাগরিতেই পরেনা। এছাড়াও ওই সংবাদে উল্লেখ করা হয়েছে প্যাথলজিসহ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়না। অথচ হাসপাতালে প্যাথলজি বিভাগ খোলা রয়েছ। হাসপাতালে সবধরনের টেষ্ট করানো সম্ভব এবং অতি সম্প্রতি টেকনোলজিস্ট নিয়োগ দেয়া হয়েছে। কর্মরত রয়েছেন একজন ডেন্টালিস্ট ডাক্তারও। অথচ ওই নিউজে এসব তথ্য নেই।
এব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন জানান- অধিকাংশ ভূল তথ্য উপস্থাপন করে দায়সারা সংবাদ প্রচার করে স্বাস্থ্য বিভাগের সুনাম ক্ষুন্ন করা হচ্ছে। যিনি এই পোষ্টটি করেছেন তা সম্পূর্ণই ভূল এবং বিভ্রান্তিকর। যা কোনভাবেই কাম্য নয়।
Leave a Reply