মোঃ নুর নবী জনিঃ
সোনারগাঁ উপজেলায় রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ১৭৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভুট্টা, পেয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয় । বুধবার ( ১৮ অক্টোবর ) উপজেলা অডিটোরিয়াম রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগিয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁ ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। পরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল ইসলামের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার ফরহাদ জামানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সামসুল ইসলাম ভুইয়া।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা, আরোও বক্তব্য রাখেন,সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল,সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুর নবী জনি,সাংবাদিক পনির ভুইয়াসহ স্থানীয় গণমাধ্যম কর্মীগণ ও কৃষক- কৃষাণীরা ।
Leave a Reply