রোকেয়া আক্তার ময়না
ষ্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজী সিরাজ খান গত ১৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার একটি চাইনিজ রেস্টুরেন্টে এক সংবাদ সন্মেলন করে। উক্ত সংবাদ সন্মেলনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা- সমালোচনার ঝড় উঠে। তারই ধারাবাহিকতায় “বর্তমান খবর” এর পক্ষ থেকে নাসিক- ১০ নং ওয়ার্ডে সরেজমিনে গেলে সংবাদ সন্মেলনের পাবলিক রিয়েকশন পাওয়া যায়।
নাসিক- ১০ নং ওয়ার্ডের পাঠানটুলি এলাকার লোকজন সংবাদ প্রতিনিধিকে জানায়- হাজী সিরাজ খান এবার নিয়ে দ্বিতীয় বারের মতো নির্বাচন করলেন। প্রথমবার তিনি ভোট পেয়েছেন একশত ভোটের কম, তাহলে দ্বিতীয় বার নির্বাচনে এসে তিনি কি এমন এলাকার কাজ করেছেন যে, তিনি ৩২০০ ভোট পাবেন তা বোধগম্য নয়।
লক্ষীনারায়ণ এলাকা থেকে জানা যায়- একজন জনপ্রতিনিধি হতে হলে যে সমস্ত গুনাবলী প্রার্থীর মধ্যে থাকতে হয়, তার মধ্যে সে ধরনের কোন গুনাবলী আছে? সে সংবাদ সন্মেলন করে বলে, সে নাকি তিন হাজারের উপরে ভোট পেয়েছে। আশলে তার চিকিৎসা দরকার।
চিত্তরঞ্জন দাড়োয়ান লাইন এলাকার কয়েকজন প্রতিনিধিকে জানায়- তিন হাজারের বেশি ভোট, এটা অবান্তর কথা তবে তার জন্য সমবেদনা রইল, এখনো তার বয়স হয়নি।
আরামবাগ এলাকা থেকে জানা যায়- নির্বাচনের আগে তিনি মসজিদ ও এলাকার বৈঠকে একজন প্রতিনিধিকে সমর্থন দেন অথচ কিছু দিন পর তিনি নিজেই প্রার্থী হয়ে যান, আগের বার নির্বাচনে তিনি পেয়েছিলেন ৯২/৯৬ ভোট , তখন ভোটের আগের দিন তিনি ভোটারদের সরকারী জায়গা পাইয়ে দিবেন বলে ফোনে প্রচার করেন। এ থেকে তার ব্যপারে কি ডিসিশন নেয়া যায়। এবার সিটি নির্বাচনে যে ভোট হয়েছে তা নিরপেক্ষ, তিনি সংবাদ সন্মেলনে যা বলেছেন নির্বাচন কমিশন থেকে তো তার বিরুদ্ধে মামলা হতে পারে। দোয়া করি এমনটা যেন না হয়।
ঢাকেশ্বরী, বাগপাড়া এলাকায় সরেজমিনে জানা যায়- হাজী সিরাজ একজন ভালো মানুষ, তিনি কাউন্সিলর পদে দুই বার সিটি নির্বাচন করেছেন, তিনি একজন নবীন নেতা, কাউন্সিলরের জন্য তার আরো অপেক্ষা করতে হবে। তিনি প্রথমবার ভোট পেয়েছেন একশর কম, এবার নির্বাচনে তিনি তিন হাজারের উপরে ভোট পাবেন, বিষয়টা ঠিক বিশ্বাশযোগ্য নয়, তবে তার জন্য শুভেচ্ছা রইল।
হাজী সিরাজ খান তার সংবাদ সন্মেলনে দাবী করেন, তিনি তিন হাজারের উপর ভোট পেয়েছেন কিন্তু তার বক্তব্যে তিনি সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোন অভিযোগ আনেননি, তাই ”বর্তমান খবর” এর সরেজমিন প্রতিবেদন নির্বাচন কমিশনে করা হয়নি কেবলমাত্র নাসিক ১০ নং ওয়ার্ডে জনগণের উপরই সীমাবদ্ধ ছিল।
Leave a Reply