বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নে ১২ বছরের এক কিশোরী ৬০ বছরের বৃদ্ধের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে। বুধবার(১০ নবেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত ধর্ষক বৃদ্ধের নাম বাবুল হাওলাদার (৬০)। এ ঘটনায় স্থানীয়ারা বাবুল হাওলাদারকে ধর্ষণরত অবস্থায় হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ধর্ষক বাবুল হাওলাদার পেশায় একজন দিনমজুর ।
এলাকাবাসী সূত্রে জানা যায়- বুধবার বাবুল হাওলাদারের স্ত্রী বাড়ির বাহিরে ছিল, এই সুযোগে তিনি ভূক্তভোগী কিশোরীকে খাবারের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নেয়। বিষয়টি প্রতিবেশীরা লক্ষ্য করে। একপর্যায়ে ধর্ষণরত অবস্থায় তাকে হাতেনাতে ধরে ফেলে লোকজন। এর আগেও বাবুল হাওলাদার ওই কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।
বরগুনা থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম সংবাদ প্রতিনিধিকে জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে কিশোরীর মা বাদী হয়ে বরগুনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
Leave a Reply