ষ্টাফ রিপোর্টঃ
বুধবার (৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে এক তরুণীর মৃতদেহ ফেলে রেখে পালিয়ে গেছেন আত্মিয়রা। হাসপাতালের রেজিস্টার অনুযায়ী ওই তরুণীর নাম হেনা বেগম(২০), তিনি নাসিরনগর উপজেলার পুকিরদিয়া গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী।
জরুরি বিভাগের স্টাফদের তথ্য মতে জানা যায়- বুধবার সন্ধ্যায় এক নারী ও ২ জন পুরুষ এক তরুণীকে জরুরি বিভাগে নিয়ে আসেন। এসময় তারা নিজেদেরকে ওই তরুণীর আত্মীয় বলে পরিচয় দিয়ে জানায় ঐ তরুণী চালের পোকা নিধনের কীটনাশক(বিষ) খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওই তরুণীকে পরিক্ষা করে মৃত ঘোষণা করেন। এরপর থেকেই তরুণীর সঙ্গে আসা আত্মীয় পরিচয় দানকারী নারী ও দুই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরিফুজ্জামান হিমেল বলেন- ওই তরুণীকে হাসপাতালে নিয়ে আসার পর স্টাফরা জানালে আমি তাকে দেখি। কিন্তু পরিক্ষা করে দেখি রোগী হাসপাতালে নিয়ে আসার প্রায় আধঘণ্টা আগেই মারা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সংবাদ প্রতিনিধিকে বলেন- হাসপাতালে লাশ ফেলে যাওয়ার বিষয়টি লোক মারফত জানতে পেরেছি এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply