স্টাফ রিপোর্ট: খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক করোনাভাইরাস সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে নিম্ন আয়ের কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা প্রদানের লক্ষে ওএমএস এর মাধ্যমে মাত্র ১০ টাকা কেজি ধরে চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাইন উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় বিশেষ ওএমএস কার্যক্রমরে আওতায় নিয়োজিত ডিলারের মাধ্যমে পর্যায়ক্রমে ৭টি বিক্রয়কেন্দ্রে ১০টাকা কেজি দরে মাথাপিছু ৫ কেজি করে চাল বিক্রয় কার্যক্রম চলবে। ৭টি বিক্রয়কেন্দ্র হল- শিবু মার্কেট, দ্বিগুবাবুর বাজার, খানপুর হাসপাতালের সামনে, নিতাইগঞ্জ চৌরাস্তা (সিটি করপোরেশন অফিস সংলগ্ন), বন্দরের আকিজ কলোনী, সিদ্ধিরগঞ্জ পুল, সোনামিয়া মার্কেট।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সপ্তাহে তিন দিন (রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। ভোক্তার জাতীয় পরিচয়পত্র দেখে প্রয়োজনীয় তথ্যাদি লিপিবদ্ধ করে চাল বিক্রয় করতে হবে এবং এই আদেশ ৫ এপ্রিল (রবিবার) থেকে কার্যকর হয়।
Leave a Reply