আমার জন্মভূমী, আমার দেশ, বাংলাদেশ। বাংলাদেশ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালি জাতির জনক। ১৫ ই আগষ্ট স্বপরিবারে জাতির জনকের হত্যা আমাদের ইতিহাসে লজ্জাজনক ঘটনা- বলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন মুক্তার।
বর্তমান খবর প্রতিনিধির সাথে আলাপচারিতায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মুরাদ হোসেন মুক্তার বলেন- যে নেতার জন্ম না হলে আমারা বাংলাদেশ পেতাম না, সে জাতির জনক শেখ মুজিবুর রহমান। যুদ্ধ বিদ্ধস্থ একটি দেশকে মাত্র সাড়ে ৩ বছরে গড়ে তুলে যখন উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে ঠিক তখনই বিদেশী কিছু অপশক্তি বাংলাদেশকে দাবিয়ে রাখার সরযন্ত্রে লিপ্ত হয়।
আমাদের দেশের কিছু কুচক্রীমহল ও কিছু বিপথগামী সেনা সদস্য এই চক্রান্তের সাথে জরিত হয়ে ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। আমাদের দেশের কিছু দুস্কৃতিকারী বিদেশী চক্রের সাথে হাত মিলিয়ে এই নারকীয় হত্যাকাণ্ড করে এটা আমাদের সবার লজ্জা। জাতির লজ্জাজনক ইতিহাস। একজন বাংলাদেশী হিসাবে আমি এই নারকীয় হত্যাকাণ্ডের পরিপূর্ণ বিচার চাই। বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যসহ অন্যান্য যারা শহীদ হয়েছে সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তাদের সকলকে আল্লাহ্ বেহেশত নসিব করুন।
Leave a Reply