জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সহ প্রচার সম্পাদক ও নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ঔষধ বিতরণ ও ছানি রোগী বাছাই কার্যক্রমের উদ্যোগ গ্রহন করেন। নাসিক ১০ নং ওয়ার্ডের লক্ষীনারায়ন কটন মিলস উচ্চ বিদ্যালয়ে শনিবার ২২ শে আগষ্ট সকাল ১০ টা হতে শুরু করে দুপুর ২ টা পর্যন্ত এই কর্যক্রম অনুষ্ঠিত হয়। চিকিৎসা সেবার সার্বিক দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ চক্ষু হাসপাতালের চিকিৎসকবৃন্দু।
বর্তমান খবর প্রতিনিধিকে নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন বলেন- ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট স্বাধীনতা বিরোধী শক্তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে। ২১ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক ভয়ানক গ্রেনেড হামলার দিন, ২৪ জন মানুষের জীবন কেড়ে নেবার এক কলংকময় দিন। সেদিন ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের চলমান সভায় গ্রেনেড হামলা করে দলের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। স্বার্থান্বেষী মহল সফল হতে পারেনি, সেদিন মহিলা আ্লওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক রাষ্ট্র্রপতি জিল্লুর রহমানের সহধর্মীনি আইভী রহমান সহ আ্লওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের মোট ২৪ জন নেতা কর্মী নিহত হয় এবং পাঁচ শতাধীক নেতা-কর্মী আহত হন।নারায়নগঞ্জ আওয়ামীলীগ অফিসেও স্বাধীনতার বিপক্ষ শক্তি বোমা হামলা করে ২২ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এই শোক ভোলার নয়। শোককে শক্তিতে পরিনত করতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেত হবে। তাই জননেতা নারায়নগঞ্জ ৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান, জননত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, জাতির জনক বঙ্গবনন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
Leave a Reply