- প্রচ্ছদ
- সিলেট
- ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারসহ অন্যান্য সদস্যদের হত্যাযজ্ঞের তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক জহিরুল ইসলাম জহির।
- প্রকাশিতঃ আগস্ট, ১৫, ২০২০, ১:৫১ অপরাহ্ণ
-
২২৪ বার দেখা হয়েছে
১৫ ই আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারসহ অন্যান্য সদস্যদের হত্যাযজ্ঞের তিব্র নিন্দা ক্ষোভ প্রকাশ করেন এবং মৃতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন দোয়ারাবাজার উপজেলার স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক জহিরুল ইসলাম জহির।
সিলেট সুনামগঞ্জ জেলার দোয়ারা উপজেলার স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক জহিরুল ইসলাম জহির শোক বার্তায় বলেন- বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আমারা পেতাম না স্বাধীনতা, থাকতে হতো পরাধীন। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, স্বাধীনতার বিপক্ষ শক্তি তাদের চক্রান্তে কিছু বিপথগামী সেনা সদস্য ১৫ ই আগষ্ট কাল রাতে জাতির জনক বঙ্গবন্ধু পরিবার ও অন্যান্য সদস্যদের নির্মমভাবে হত্যা করে।
এই হত্যাযজ্ঞ বাংলাদেশ ও বাঙালি জাতির জন্য এক কালো অধ্যায়। আমাদের ইতিহাসের একটি গভীর ক্ষত। যার জন্য আমরা স্বাধীনতা পেয়েছি বিশ্বের বুকে বাঙালি জাতী হিসেবে সন্মান নিয়ে মাথা তুলে দাঁড়িয়েছি পরিবারসহ তাকে এভাবে হত্যা করা এটা আমাদের বড় লজ্জার বিষয়। নিন্দা জানানোর মতো ভাষা নেই আমার। আমি এই হত্যাকান্ডের পরিপূর্ণ বিচার দেখতে পারলে মরেও শান্তি পাব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর বিচার কার্য করছেন তাকে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধু তার পরিবারের সকল সদস্যসহ অন্যান্য শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ্ তাদের সকলকে বেহেশত নসিব করুন।
সংবাদ টি শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ’বর্তমান খবর'কে জানাতে ই-মেইল করুন- bartomankhobar@gmail.com’ আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
এ বিভাগের আরও খবর...।
Leave a Reply