বিশেষ পতিবেদনঃ
১৭ বছর পর হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেল পরিবার ফেসবুকের কল্যাণে। ৮ বছর বয়সে তানিয়া নামের মেয়েটি ঢাকা শহরে বাবার সাথে এসে হারিয়ে যায়। এখন তানিয়ার বয়স ২৫,আছে স্বামী, ২ সন্তান। স্বামী মো. আনোয়ার হোসেন এর ফেসবুক আইডি’র কল্যাণে হারিয়ে যাওয়া পরিবারকে ফিরে পেল তানিয়া।
১৭ বছর আগে তানিয়া বাবা মেয়েকে নিয়ে ঢাকায় যায়। কাজের ব্যস্ততা থাকায় মেয়েকে এক আত্মীয়ের বাসা আগারগাঁও রেখে যান কিন্তু ফিরে এসে মেয়েকে আর পাননি। আত্মীয়ের মেয়ের সাথে স্কুলে ঘুড়তে গিয়ে তানিয়া আর ফিরে আসেনি। বাবা খুঁজতে থাকেন বিভিন্ন জায়গায়। মেয়ের সন্ধানে মাইকিং ও পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয়। পাশাপাশি থানায় জিডি করা হয়।
অন্যদিকে স্কুলে ভেতরে তানিয়াকে ঢুকতে দেননি। পরে তানিয়া রাস্তায় দাঁড়িয়ে থাকেন। রাস্তা-ঘাট না চেনায় একটি বাসে করে সংসদ ভবনের কাছে আসেন। সেখানে একটি দোকানে টেলিভিশন দেখতে দেখতে রাত হয়ে যায়। তখন বাসায় ফেরার জন্য অনেক কান্নাকাটি করেন। কিন্তু ঠিকানা বলতে না পারায় তাকে বাসায় নিয়ে যান একজন সনাতন ধর্মাবলম্বীর লোক। পরদিন তানিয়াকে বাবার কাছে পৌঁছে দিতে অনেক জায়গায় খোঁজ করেন কিন্তু খুজে পাওয়া যায়নি। বাবাকে খোঁজাখুঁজির একপর্যায়ে কলাবাগান এলাকায় আরজুদা খাতুন মিলন ও তার ছেলে রিপনের সঙ্গে দেখা হয়। তারা তানিয়াকে তাদের বাসায় নিয়ে যান এবং আদর-যত্নে বড় করে তোলেন। উপযুক্ত বয়সে পালক বাবা রিপন, তানিয়াকে আনোয়ার হোসেনের সাথে বিয়েও দেন।
সংবাদকর্মীকে তানিয়া বলেন- স্বামী আনোয়ার হোসেনের ফেসবুক আইডিতে আমার মায়ের ছবিসহ একটি পোস্ট দেখতে পাই, সেই সূত্র ধরে আত্মীয়-স্বজনের সহায়তায় পরিবারকে খুঁজে পাই।
দীর্ঘ ১৭ বছর পর মেয়েকে খুঁজে পেয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তানিয়ার বাবা ও ছোট বোন। বাবা ও বোনকে দেখে চিনতে পারেন তানিয়া। তানিয়ার স্বামী আনোয়ার হোসেন বলেন, আমি সবকিছু জেনেই তানিয়াকে বিয়ে করি। বিয়ের পর তার পরিবারের সন্ধান পেতে অনেক চেষ্টা করা হয়। আল্লাহর অশেষ রহমত থাকায় সেই ইচ্ছে পূরণ হয়েছে। আমি খুবই খুশি।
Leave a Reply