স্টাফ রিপোর্টার (বর্তমান খবর) : নারায়ণগঞ্জ ভূইয়াপাড়া এলাকায় এক গৃহকর্মীকে এক বছর ধরে ধর্ষণ করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে গৃহকর্তার ছেলে জুনায়েদ ইবনে আল লিয়নের বিরুদ্ধে।
ভুক্তভোগী গৃহকর্মী এ বিষয়টি অভিযুক্ত লিয়নের মাকে জানালেও তিনি এর কোন প্রতিকার করেননি। উল্টো তার উপর নির্যাতন চালায়। নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় ভুক্তভোগীর মা বাদী হয়ে অভিযুক্ত জুনায়েদ ইবনে আল লিয়ন ও তার মা ফাতেমা বেগমের বিরুদ্ধে সদর মডেল থানায় সোমবার (২ মার্চ) সকালে মামলা দায়ের করেন।
মামলার সূত্র ধরে ওইদিন রাতেই নগরীর ভূইয়াপাড়া আল বারাকা এলাকা থেকে অভিযুক্ত ধর্ষক জুনায়েদ ইবনে আল লিয়নকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, গত ৪ বছর ৫ মাস যাবৎ ফতুল্লা থানাধীন ভূইয়াপাড়া আল বারাকা এলাকার ফাতেমা বেগমের বাসায় কাজ করে নাজনীন আক্তার। সে সুবাধে গত এক বছর যাবৎ ওই যুবতীকে জুনায়েদ ইবনে আল লিয়ন ধর্ষণ করে আসছিল। যুবতী ধর্ষণকারীর মার কাছে বিচার দিয়েও কোন প্রতিকার পায়নি। উল্টো নির্যাতনের শিকার হয়েছে। নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় সইতে না পেরে বিষয়টি মাকে জানায় যুবতী। পরে যুবতীর মা বাদী ধর্ষণকারী জুনায়েদ ইবনে আল লিয়ন ও তার মা ফাতেমা বেগমের বিরুদ্ধে মামলা দায়ে করেছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, সোমবার মেয়েকে ধর্ষণের অভিযোগ তুলে মা বাদী হয়ে ২ জনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সেদিন রাতেই আমরা ধর্ষণের অভিযোগকারী জুনায়েদ ইবনে আল লিয়নকে গ্রেপ্তার করি। তার বিরূদ্ধে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, কোর্ট পুলিশ এসআই মো. আজমল বলেন, আসামি বর্তমানে কারাগারে রয়েছে। পিডব্লিউতে ভূল হওয়ায় রিমান্ড শুনানি আগামী বৃহস্পতিবার হবে।
Leave a Reply