নিজেস্ব প্রতিনিধি: মাননীয় প্রধান মন্ত্রীর উপহার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে ২য় ধাপে ১৫১ টি ওএমএস কার্ড বিতরণ করেছেন নাসিক ৭, ৮, ৯ সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়শা আক্তার দিনা।
শুক্রবার (১২ জুন) বিকালে ৮ নং ওর্য়াডের বউবাজার এলাকায় নিজেস্ব কার্যালয়ে মধ্যবিত্ত ও নিন্মবিত্ত পরিবারের মাঝে কাউন্সিলর আয়শা আক্তার দিনা নিজ হাতে এই ওএমএস কার্ড বিতরণ করেন।
আয়শা আক্তার দিনা বলেন, আমি আজ ৭ নং ওর্য়াডে ৪৯ টি,৮ নং ওর্য়াডে ৬৮ টি ও ৯ নং ওর্য়াডে ৩৪ টি ওএমএস কার্ড বিতরণ করেছি।এটা ২য় ধাপে ১৫১ টি ওএমএস কার্ড করিলাম এর আগে আমি প্রথম ধাপে ৩৫৩ টি ওএমএস কার্ড বিতরণ করেছি।
তিনি আরো বলেন, আমার নির্বাচনি এলাকায় আমি ওএমএস কার্ড তো দিয়েছি এ ছাড়া আরো দিয়েছি কিউআর কার্ড, দিয়েছি আমার সাধ্য মত খাদ্য সহায়তা।আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানীত মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভি আপার প্রতি। তিনি আমাকে অনেক স্নেহ করেন ও ভালবাসেন।
ওএমএস কার্ড বিতরণে সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ সদর এর কমান্ডার শাজাহান ভুঁইয়া জুলহাস , বীর মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ সদর সাংগঠনিক নুর হোসেন মোল্লা, ভুইয়া পাড়া মসজিদ ও মাদ্রাসা কমিটির সভাপতি আবুল কাশেম মেম্বার,বিশিষ্ট রাজনৈতিকবিদ আ’’লীগ নেতা ও সমাজ সেবক শাহ্ আলম (শাহা) এর ভাই আ ‘লীগ নেতা শাহজালাল।
Leave a Reply