কাউসার আহম্মেদ শাওন
ষ্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ০৮ নং ওয়ার্ডে আগামী ২৩-২৬ ফেব্রুয়ারী করোনা ভাইরাস মোকাবেলায় কেভিড-19 গণটিকা কার্যক্রম পরিচালিত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় নাসিক- ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা তা প্রচার করেন।
প্রচারিত বার্তায় কাউন্সিলর রুহুল আমিন বলেন- সম্মানিত প্রিয় ৮নং ওয়াড বাসী আসসালামু আলাইকুম। কোভিড 19 গনটিকা কার্জক্রম বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৩/২৪/২৫/ও২৬শে ফেব্রুয়ারী ৮নং ওয়াডের ১।ধনকুন্ডা স্কুল ২।কাউন্সিলর কাজালয় ৩।তাতখানা স্কুল ৪।এনায়েতনগর আঃ আজিজ স্কুল ৫।এনায়েতনগর সামাজিক ক্লাব ৬।আইলপাড়া প্রাথমিক বিদ্যালয়ে টিকা দেওয়া হবে। জারা ইতিমধ্যে ১ম ডোজ গ্রহণ করেননি তাদের কে যথাসময় উপস্থিত হয়ে টিকা গ্রহন করার জন্য অনুরোধ করা হইল।
Leave a Reply