স্টাফ রিপোর্ট: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ২৮ বস্তা ত্রাণের চালসহ দুই ইজিবাইক চালককে আটক করেছে পুলিশ। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নামজুল হক।
ওসি বলেন, বৃহস্পতিবার বিকেলে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ বস্তা ত্রাণের চাল উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুই ইজিবাইক চালককে আটক করা হয়।
উদ্ধারকৃত এসব চাল উপজেলার মিরাশী ইউনিয়নের জন্য বরাদ্দ এসেছে বলে ইজিবাইক চালকরা জানিয়েছেন। চাল পাচারের মূল হোতাদের গ্রেফতারে অভিযান চলছে।
Leave a Reply