স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের আরেকজন চিকিৎসকের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের ২ চিকিৎসকসহ এক সহকারীর করোনা শনাক্ত হয়েছে।
রোববার (১২ এপ্রিল) ৩শ’ শয্যা হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ মিনারা সিকদারের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা শনাক্ত হয়। এর আগে শনিবার (১১ এপ্রিল) তার নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআর এ প্রেরণ করা হয়েছিল। ৩শ’ শয্যার আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সামসুদ্দোহা সঞ্চয় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান , বর্তমানে তিনি বাড়িতে কোয়ারেন্টিনে আছেন। হাসপাতালের এ পর্যন্ত তিনজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া হাসপাতালের মেডিসিন কনসাল্টটেন্ট করোনা আক্রান্ত হওয়ার তার সংস্পর্শে আসা ১০ জন চিকিৎসক কোয়ারেন্টিনে আছে।
উল্লেখ্য, এর আগে নারায়ণগঞ্জ ৩শ’শয্যা হাসপাতালের একজন মেডিসিন কনসাল্টটেন্ট ও হাসপাতাল তত্বাবধায়কের ব্যক্তিগত সহকারী করোনা আক্রান্ত হন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১০৭ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন।
Leave a Reply