নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জে মাত্র ৩০ মিনিটেই কোভিড-১৯ র্যাপিড অ্যান্টিজেন পরিক্ষার মাধ্যমে করোনা ভাইরাসের ফলাফল পাওয়া যাবে । মঙ্গলবার (১২ জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব এ কে এম শামীম ওসমান এর উদ্বোধন করেন ।
উদ্ভোধনী অনুুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব এ কে এম শামীম ওসমান বলেন- নারায়ণগঞ্জবাসীর উপকার হবে লিংক রোডে বঙ্গবন্ধু’র নামে বিশ্ববিদ্যালয় নির্মিত হলে। এছাড়া হীরাঝিল ও লিংক রোড প্রকল্পের উন্নয়ণ সহ নানা উন্নয়ণের কাজ চলছে। করোনাকালে নারায়ণগঞ্জের জনপ্রতিনিধিরা তাদের যথাযথ দায়িত্ব পালন করেছেন। তবে এই দায়িত্বের বাহিরেও কিছু লোক স্বেচ্ছায় দায়িত্ব পালন করেছেন। করোনাকালে সাংবাদিকরা যে ভূমিকা রেখেছেন, এজন্য আমি তাদের স্যালুট করি। কারণ, তখন সব জায়গায় বিভ্রান্তকর তথ্য বেশি ছড়াচ্ছিল। তাই আমরা জানার চেষ্টা করছিলাম যে, জনগণ এখানে সঠিক সেবা পাচ্ছে কিনা? কেননা, করোনার জন্য তখন কেউ ঘর থেকে সহসাই বাহিরে বের হয়নি। তারপরেও মানুষের ঘরে খাবার পৌঁছে দেয়া, এমনকি হাসপাতালের ভিতরে ঢুকে সাংবাদিকরা তাদের পরিচয় গোপন রেখে হাসপাতালের করোনা রোগীদের সেবার পরিস্থিতি দেখে ভিডিও করে আমাকে পাঠিয়ে ছিল। আজকে আমি সেই সব সাংবাদিকদের ধন্যবাদ জানাতে চাই। এই নারায়ণগঞ্জের অনেক ঘটনা আমরা সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি।
এই সভার সঞ্চালক ডা. সামসুদ্দোহা সঞ্চয় জানান- কোভিড-১৯ র্যাপিড অ্যান্টিজেন পরিক্ষার জন্য হাসপাতালে সবধরনের প্রস্তুতিই সম্পন্ন হয়েছে। র্যাপিড অ্যান্টিজেন পরিক্ষা সঠিক রিপোর্ট দেয় এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। নারায়ণগঞ্জে প্রতিদিন অন্তত ২০টির মতো র্যাপিড অ্যান্টিজেন পরিক্ষা করা সম্ভব হবে। যাদের জন্য দ্রুত ফলাফল প্রয়োজন তাদেরই অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি হাসপাতালে এখনকার মতো আরটিপিসিআর ল্যাবেও নমুনা পরীক্ষা চলবে। র্যাপিড অ্যান্টিজেন পরিক্ষার ক্ষেত্রে পিসিআর ল্যাবের পরীক্ষার সমান ফি ১০০ টাকা করেই নেয়া হবে। এখানে বিদেশ গমনকারী যাত্রীদেরকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হবে না, তাদেরকে আরটিপিসিআর ল্যাবেই পরীক্ষা করাতে হবে। যেখানে পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফল দিতে অন্তত চব্বিশ ঘন্টা সময় লাগে সেখানে র্যাপিড অ্যান্টিজেন পরিক্ষার মাধ্যমে ৩০ মিনিটে ফলাফল প্রদান করা যাবে।
অনুষ্ঠানে ৩শ’ শয্যা খানপুর হাসপাতালের সুপার ডা. আবুল বাশারের সভাপতিত্বে এবং ডা. সামসুদ্দোহা সঞ্চয় এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. দেবাশীষ সাহা, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচীপ) জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বিধান চন্দ্র পোদ্দার, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুবাস সাহা, নারায়ণগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহমেদ টিটু, মহানগর সেচ্ছাসেবক লীগ এর সভাপতি জুয়েল হোসেন জুয়েল, নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগ এর সাবেক সভাপতি এহসানুল হোসেন নিপু প্রমূখ।
Leave a Reply