ষ্টাফ রিপোর্টঃ
তিতাস গ্যাস কোম্পানি ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৫০০ শত অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন একটি রেস্টুরেন্ট সিলগালা করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার নবীগঞ্জ ও ঘাড়মোড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাশিদ বিন এনাম’র নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এসময় নবীগঞ্জ ও ঘাড়মোড়া এলাকার প্রায় ৫০০ গ্ৰাহকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা এবং অবৈধ গ্যাস সংযোগ চালানোর দায়ে নবীগঞ্জ বাজারের ভাই ভাই রেস্টুরেন্ট টি কে ত্রিশ হাজার টাকা জরিমানা ও সিলগালা করে দেয়া হয়। তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী এরশাদ মাহমুদ,প্রকৌশলী আতিকুল ইসলাম, মোঃ হাসান আহমেদ।
Leave a Reply