ষ্টাফ রিপোর্টঃ
ঝালকাঠির জেলার রাজাপুর উপজেলায় নারিকেল বাড়িয়া গ্রামে মাটিতে কলাগাছ পুঁতে তৈরি করা হয় শহীদ মিনার। সেখানে রাত ১২টা ১মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় যুবকরা ও এলাকাবাসী। রোববার(২১ ফেব্রুুয়ারি) ফজর নামাজ শেষে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থীরা সেখানে ৫২’র শহীদদের প্রতি গভির শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদদের রুহের মাগফেরাত কামনায় পবিত্র কোরআন খতম করেন।
ওই মাদরাসার শিক্ষক হাফেজ মো. ফুয়াদ হোসেন মাদ্রাসার ৩৫ জন শিক্ষার্থী নিয়ে সেখানে হাজির হন। তারা সবাই জুতা খুলে প্রবেশ করে গোল হয়ে দাঁড়িয়ে যান শহীদ মিনারের ৩ দিকে এবং ৩০ পারা কোরআন ভাগ করে ৩০ জনের হাতে দেয়া হয়। প্রায় ৩০ মিনিটের মধ্যে তাদের পুরো কোরআন খতম হয়। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এলাকার স্থানীয় জনগণ ওই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
Leave a Reply