সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা দিন নাসিক ৮ নং ওয়ার্ডে এনায়েতনগর করিম মাতব্বর এর বাড়ির পুর্ব দিকে ৪ তর্থ তলা বিল্ডিং কুসুম মিয়া ও তার ছেলে মাত্র ৫ শত টাকার জন্য ভাড়াটিয়ার গায়ে হাত তুলেছে ।
তাই সেই ভাড়াটিয়া ক্ষিপ্ত হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি কর্তব্যরত এস আই আল আমিন আসে তদন্তের জন্য। খবর পেয়ে সাংবাদিক হাজির হয় কুসুম মিয়ার বাড়িতে, পরে ক্ষিপ্ত ভাড়াটিয়া ও এস আই এর সাথে কথা বলে জানাজায় বাড়িওয়ালা কুসুম মিয়া প্রতি মাসেই ভাড়া দিতে দেরি হলে, ভাড়াটিয়া বাড়ির বিদুৎ সংযোগ, পানির লাইন বন্ধ, গ্যাস বন্ধ করে দেয় এতে ভাড়াটিয়ারা অনেক বিপাকে পড়েন।
ঠিক তেমনই ঘটেছে আজ দোতলার ভাড়াটিয়া মর্জিনা বেগম (৫৫) স্বামী হামিদ মোল্লা প্রবাসী, ভাড়ার মাত্র ৫ শত টাকা কম দেওয়াতে লাঠি নিয়ে কুসুম ও তার ছেলে মর্জিনা বেগম কে মারতে যায়, তাতে করে সকল ভাড়াটিয়া ক্ষিপ্ত হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় যান। অভিযোক্ত ভাড়াটিয়া সাংবাদিক দেখে বলতে থাকেন বাড়িওয়ালা কুসুম সব সময় ভাড়াটিয়াদের সাথে খারাপ ব্যাবহার করে। তাই আমরা চাই এই দুঃসময় কোনো বাড়িওয়ালা যেনো কুসুম মিয়ার মতো বাড়িওয়ালা না হয়। তাই জনপ্রতিনিধি সহ প্রশাসনের সু দৃষ্টি কামনা করছি
Leave a Reply