ইমরান হোসেন খানঃ
শুক্রবার (২৬ নভেম্বর) বাদ এশা এনায়েতনগর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। সভায় নির্বাচনী বক্তব্যে কাউন্সিলর রুহুল আমিন বলেন-বিভ্রান্তি ছড়িয়ে এই ৮নং ওয়ার্ডে যদি কিছু করার চিন্তা করে থাকেন পেছন দরজা দিয়ে, তাহলে খেলা হবে, আর ওই খেলার পিলিয়ার হবে এই ৮নং ওয়ার্ডের ভোটাররা এবং তারা নির্বাচনের দিনই দেখিয়ে দিবে এই ৮ নং ওয়ার্ডবাসীও খেলতে জানে। আমরা শান্তি প্রিয় মানুষ, শান্তির প্রতিক নিয়ে বসবাস করতে চাই, সুতরাং এই হুমকি- ধামকি, বিভ্রান্তি ছড়িয়ে সম্মানিত ব্যক্তিদের সম্মানহানি ঘটাবেন তা আমরা হতে দিবো না, ৮ নং ওয়ার্ডবাসীও তা চায়না। নির্বাচন করবেন , মানুষের পাশে আসেন, জনগনের জন্য কাজ করেন, জনগন আজ নাহয় কাল, কাল নাহয় পরশু আপনার কথা ভাববে।
হাজী আব্দুল করীম প্রধানের সভাপতিত্বে ও নাসিক ৮ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফ এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে কাউন্সিলর রুহুল আমিন বলেন-ভালো কাজের ফল ভালোই আসে, গত ১০ বছরে আমি আপনাদের জন্য হয়তো কিছু করতে পেরেছি।আমি আপনাদের কাছে পরিক্ষীত এখন আপনারা তার কি ফল দিবেন তা আমি বসে বসে দেখবো এবং আমি আশাবাদী। আমি সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন চাই না, আমার পরিক্ষার রেজাল্ট হবে গোল্ডেন প্লাস।
সভায় বক্তব্যে তিনি আরোও বলেন- যারা মাঠে বিভ্রান্তি ছড়ায় তারা কারা আপনারা খোজ নিয়ে দেখবেন, আজকে তারা আওয়ামীলীগের নাম বেঁচে, ২০১২ সালেও ওনারা বিএনপির খিচুরী রান্না করেছে ওই তাঁতখানা স্কুলে আর আমি বলবো ,আমি দলীয় লোক, জনগনের লোক এই ১০ বছর আমার পরিচয় আমি। আমি এই ৮ নং ওয়ার্ড বাসীর লোক কারণ আমি উন্নয়ন করেছি কোন দল দেখে নয়, উন্নয়ন করেছি সবার জন্য, যখন আমি অফিসে বসে দায়িত্ব পালন করি বিএনপির লোক থাকলে তার কাজটা আগে করে দেওয়ার চেষ্টা করেছি যাতে বলতে না পারে, আমি বিরোধী দলের লোক বলে আমার কাজ ঘুরাচ্ছে, আজ নয় কাল নয় পরশুও করে দিচ্ছেনা। আপনাদের এলাকায় নেতৃত্ব স্থানীয় বিএনপির কোন লোক বলতে পারবে না তারা আমার অফিসে গিয়ে কখনও হয়রানির শিকার হয়েছে।
এসময় সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ এনায়েতনগর বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম শাহজাহান,আল মদিনা জামে মসজিদের সাধারণ সম্পাদক, হাজী শামীম হাসান,গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক সেকান্দার আলী প্রধান,আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম ভূইয়া,আওয়ামীলীগ নেতা নাজির আহমেদ, গোদনাইল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ শাহজাহান,হাজী আমিন ভূইঁয়া।মোঃ মোবারক হোসেন,গোদনাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী অহিদ আলম,০৮ নং ওয়ার্ড জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ নেহার উদ্দিন,৮৯ নং তাঁতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এস এইচ এম মাহবুবুল আলম,০৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি, আক্তার হোসেন,যুগ্ম সম্পাদক, মোঃ আয়নাল, স্বেচ্ছাসেবক লীগ নেতা, কাজী ওয়াসিম,যুবলীগ নেতা নুর হোসেন পাঠান,যুবলীগ নেতা মমিনুল আলম পুষণ,সবুজ প্রধান,জুয়েল, কাজী রাজীব, রাব্বি, শাহিন, নীলয় পাঠান,শুভ পাঠান,জয়নাল আবেদীন,ছাত্রলীগ নেতা, সিহাব উদ্দিন রিপন,নার্গিস বেগম পপি,মনোয়ারা বেগম,শাহিনা বেগম,ইয়াসমিন আক্তার,মেহেরুন নেছা,লতা বেগম।মিরাজ,সজীব, শান্ত, রিফাত, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গসহ ৮নং ওয়ার্ডে সর্বস্তরের জনগন।
Leave a Reply