স্টাফ রিপোর্ট:
সারাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রবাহে চরম দুর্ভোগে পড়েছেন উত্তরাঞ্চলের মানুষ। ঘন-কুয়াশার সাথে হিমেল হওয়ার প্রকোপ বাড়িয়ে দিয়েছে কনকনে ঠান্ডার মাত্রা। দিনের প্রায় বেশিরভাগ সময় সুর্যের দেখা মিলছে না। মধ্যম আয়ের,নিন্ম আয়ের ও দিন মজুর শ্রেনীর মানুষজন খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত তাড়ানোর চেষ্টা করছে। গরম কাপড়ের অভাবে তীব্র শীতে, কষ্টে ভুগছেন দেশের উত্তরাঞ্চলের হতদরিদ্র পরিবারের শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা শীতজনিত রোগে।
দেশে বোরো মঔসুম চলছে এই অবস্থায় সময়মত কাজে যেতে পারছেন না শ্রমজীবি মানুষেরা, এতে করে কিছুটা বিলম্বিত হয়ে পড়ছে বোরো আবাদ। উত্তরাঞ্চলের কৃষি আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক সুবল চন্দ্র প্রতিনিদিকে জানান- উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার উপর ঘন কুয়াশার মেঘ থাকায় সুর্য্য উত্তাপ ঠিকমত ছড়াতে পারছে না। শুক্রবার সকালে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রী সেলসিয়াস।
Leave a Reply